প্রতিস্বর সাহিত্য পত্রিকা পরিবার
দাঁতনের ছাত্রছাত্রীদের নিজস্ব পত্রিকা
আহ্বান
মহাশয়/মহাশয়া,
আপনারা জানেন যে,দাঁতন ও তার পাশাপাশি এলাকায় মূলতঃ ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্যচর্চা কে আরো বেগবান করার লক্ষ্যে প্রতিস্বর ব্রতী।আবার প্রত্যেকের সহযোগিতা না পেলে এই কাজটা করাও একটু সমস্যার।এমতাবস্থায়, আপনাদের সহযোগিতার হাত প্রতিস্বর কে সমৃদ্ধ করুক ও দাঁতনের বুকে ছাত্রছাত্রীদের নিয়ে অন্যধারার সাহিত্যচর্চায় মেতে উঠুক।
ইতি
পরিচালকমন্ডলী
প্রতিস্বর সাহিত্য পত্রিকা পরিবার

0 Comments